Ticker

5/recent/ticker-posts

Ad Code

মাঠে ফিরেই মেসির গোল

 লিওনেল মেসি মাঠে ফিরেই গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন। সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি গোল করেছেন:


ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে: নতুন বছরে প্রথমবার মাঠে নেমে গোল পেয়েছেন মেসি। ম্যাচের ৩১ মিনিটে ক্লাব আমেরিকা এগিয়ে গেলে মাত্র তিন মিনিট পরই মেসি সমতা ফেরান লুইস সুয়ারেজের পাস থেকে। যদিও ম্যাচটি ড্র হয়, তবে মেসির ফর্ম আশাব্যঞ্জক ছিল

স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে: মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রার কঠিন আবহাওয়ার মধ্যেও মেসি জয়সূচক গোল করেন, যা ইন্টার মায়ামিকে ১-০ ব্যবধানে জয় এনে দেয়। এই জয় দলটির পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। 

চোট শঙ্কায় টানা তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এর মধ্যে শার্লটের বিপক্ষে আগের ম্যাচে বেঞ্চে ফিরলেও নামা হয়নি মাঠে। আজ ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও মেসি ছিলেন বেঞ্চে।

তবে জ্যামাইকান দর্শকদের আজ হতাশ হয়ে ফিরতে হয়নি। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। আর তিন ম্যাচ পর মাঠে নেমে খালি হাতেও ফেরেননি আর্জেন্টাইন মহানায়ক। করেছেন দারুণ এক গোলও।  

এদিন মেসিবিহীন প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এই এক গোলের লিড নিয়েই এগোতে থাকে খেলা। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা ১-০ ব্যবধানেই হয়তো শেষ হবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই সবাইকে মাতিয়ে তোলেন মেসি। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সাবেক এই বার্সেলোনা তারকা।  

ক্যাভালিয়েরের বিপক্ষে করা এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৩৭। পাশাপাশি মেসির ক্যারিয়ার গোল গিয়ে পৌঁছাল এখন ৮৫৩-তে।  

মেসির এই দুর্দান্ত পারফরম্যান্স তার ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে এবং ইন্টার মায়ামির সমর্থকদের জন্য এটি দারুণ সুখবর।

Post a Comment

0 Comments