কখনো কি ভেবে দেখেছেন হাশরের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি কি জবাব দেবেন !!
আমরা অনেক ইচ্ছাকৃতভাবে ভুল (গোনাহ) করে থাকি সতর্ককারী সতর্ক করা সত্বেও, আপনি নিজের অন্তরের শান্তির জন্যে নানারকম হারাম কাজ করেন, আনন্দ-উল্লাস করেন। সত্যিই কি হারাম কাজ গুলো করে আপনার আনন্দ অনুভূত হয়? নাকি অজানা এক গ্লানি, কষ্ট আপনার মনে ভার করে।
আপনি যে ক্ষণিকের আনন্দের জন্য আপনার মালিক আল্লাহ্'র অবাধ্যতা করছেন, হারাম কাজ করছেন; সেই অবাধ্যতা গুলোই আপনাকে চির কষ্টের জাহান্নামের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করবে।
.
মহান আল্লাহ্ তা'আলা বলেন,
.
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
.
"তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।" (সূরাহ আর রহমান, আয়াত : ৪৪)
.
একটু চিন্তা করুন এই হারাম কাজ গুলো আপনাকে হয়ত সাময়িক সময়ের জন্য আনন্দ দেয় কিন্তু আত্মিক প্রশান্তি অনুভব করাতে পারে না। একমাত্র আল্লাহ্'র ইবাদতের মাধ্যমেই আত্মিক প্রশান্তি অনুভব করতে পারবেন। আল্লাহ্'র ইবাদতের মাধ্যমেই দুনিয়া ও আখিরাত উভয় স্থানে শান্তি লাভ করা সম্ভব; পুরস্কার হিসেবে আপনাকে দেওয়া হবে চিরস্থায়ী জান্নাত যেখানে শুধু রয়েছে শান্তি।
আপনার কি একটুও মনে হয় না, যে যত দিন যাচ্ছে তত আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। হয়ত আপনি ভালো হয়ে যেতে চাইছিলেন, হয়তো ভাবছিলেন তাওবাহ করবেন ...কিন্তু মৃত্যু আপনার কাছে আকস্মিক ভাবে চলে এসেছে; হয়তো আপনি আর তাওবাহ করার সুযোগ পাবেন না। কারণ মৃত্যু কখনো সতর্কবাণী দিয়ে আসবে না, মৃত্যু আপনার জন্যে অপেক্ষা করবে না।
তাই আল্লাহ সুবহানা তা য়ালার কাছে বেশী বেশী তওবা ,ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ ) করে ফিরে আসুন হালাল পথে.. যেখানে থাকবে না কোন বাধা ,থাকবে না কোন অসস্তি,থাকবে না কোন কষ্ট, শুধু থাকবে শান্তি আর শান্তি !!!!আর যার ফলশ্রুত পাবেন জান্নাত ইন শা আল্লাহ....।।।
হে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন , হারাম থেকে দূরে থাকার তৌফিক দিন ( আমীন)।
0 Comments
Please don't enter any spam link in the comment box.