Ticker

5/recent/ticker-posts

Ad Code

মধু কিভাবে ত্বকের উপকার করে জেনে নিন।




মধু কিভাবে ত্বকের উপকার করে জেনে নিন

ত্বক নরম ও উজ্জ্বল রাখতে মধুর  উপকারিতা অনেক । ঘরে বসেই আপনি বানিয়ে নিতে পারেন অনেক ধরনের ফেসপ্যাক । আসুন জেনে নিয়ে কিভাবে তৈরি করবো মধু ফেসপ্যাক ।

১। মধু ও লবন :

মধু ও লবন একসাথে মিশিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত লবন গলে যায় ।  মধু ও লবন মিশে গেলে তারপর ত্বকে ম্যাসেজ করুন । 
এই প্যাকটি আপনার ত্বক নরম ও উজ্জ্বল করে ।

২। মধু ও চিনি : 

৩ চা চামচ মধুর সাথে ২/৩ চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিন । মধু ও চিনি ভালোভাবে মিশে গেলে মুখে লাগিয়ে ১০ মিনিট মেসেজ করুন । তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি আপনার মুখের কালো দাগ দূর করে । 

৩। মধু ও লেবু : 

পরিমান মতো মধু নিয়ে তাতে সামন্য পরিমান লেবুর রস মিশিয়ে নিন । মুখ ভালো ভাবে ধুয়ে তারপর এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট রাখুন । তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
এই প্যাকটি আপনার ত্বকের বলিরেখা ও ব্রন দূর করে ।

৪। মধু ও চন্দনগুঁড়ো :

একটি কাপে ১/২ চামচ মধু নিয়ে তার সাথে ৪ চামচ চন্দনগুঁড়ো ভালো ভাবে মিশিয়ে পেষ্ট তৈরি করুন । এই পেষ্টটি ভালোভাবে মুখে লাগিয়ে নিন । শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি আপনার ত্বক নরম ও উজ্জ্বল করবে ।

৫। মধু ও টমেটো : 

টমেটোর রসের সাথে পরিমান মতো মধু ভালো ভাবে মিশিয়ে নিন । তারপর মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

৬। মধু ও বেসন :

১/২ চামচ বেসনের সাথে মধু মিশিয়ে ঘন পেষ্ট তৈরি করুন । তারপর ভালো ভাবে মুখে লাগিয়ে নিন এবং পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি আপনার মুখের কালো দাগ দূর করে এবং আপনার ত্বক উজ্জ্বল করে ।


Post a Comment

0 Comments